জলবায়ু চুক্তি এছাড়া বিশ্বনেতাদের অঙ্গীকার, এতো কিছুর পরেও ঠেকানো যাচ্ছে না পরিবেশ বিপর্যয়। পরিবেশ বিপর্যয় ঠেকাতে জাতিসংঘ বেশ কিছু পরামর্শ দিয়ে আসছে। এর মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ব্যাপক মাত্রায় কমানো, বন নিধন বন্ধের পাশাপাশি বনাঞ্চলের পরিধি বাড়ানো এমনকি মাংস খাওয়া কমাতে বলা হচ্ছে।
এই যখন অবস্থা তখন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকারি প্যানেল-আইপিসিসি। তিন পর্বের ওই প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা অর্জন থেকে এখনো অনেক দূরে বিশ্ব।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আইপিসিসি বলছে, তাপমাত্রা যেভাবে বাড়ছে তা অব্যাহত থাকলে শতাব্দীর শেষে গিয়ে এই হার ৩ দশমিক ২ মাত্রায় গিয়ে ঠেকবে। তাই পরিবেশ বিপর্যয়ের চূড়ান্ত পরিণতি ঠেকাতে কেবল ফাঁকা বুলি নয়, এখনই প্রয়োজন কার্যকর ও লক্ষণীয় পদক্ষেপ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।