ভালো খেলে জাতীয় দলে ফেরার বিষয়ে আশাবাদী পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন।
সোমবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।
সরফরাজ আহমেদ বলেন, জাতীয় দলে ফিরে আসা অসম্ভব নয়। আশা করি ভালো খেলে আবারও জাতীয় দলে ফিরে আসব।
সতীর্থ মোহাম্মদ হাফিজের অবসর নিয়ে সরফরাজ বলেন, হাফিজ ভাই আমাকে সমর্থন করেন। তার অভাব দল বুঝতে পারবে এবং আমি তার ভবিষ্যতের জন্য শুভকামনা করি।
প্রসঙ্গত, ৪১ বছর বয়সি পাকিস্তান দলের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ সোমবার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।