![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/8ff-2201201212.jpg)
পাকিস্তানের লাহোরের একটি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। বৃহস্পতিবার আনারকলি এলাকার পান মান্ডিতে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ জানিয়েছেন, বাজারে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে বোমাটি বেঁধে রাখা হয়েছিল। এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য আর তিনি জানাননি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডন অনলাইন জানিয়েছে, বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে, বাজারের আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে জনাকীর্ণ বাজারটিতে অনেকগুলো মোটরসাইকেল জ্বলতে দেখা গেছে।
লাহোর পুলিশের ডিআইজি অপরাশেনস আবিদ খান বলেছেন, ‘আমাদের টেকনিক্যাল টিম প্রমাণ সংগ্রহ করছে। এগুলো বিশ্লেষণ করে আমরা উপসংহার টানতে পারব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।