ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৩৩তম দিন চলছে আজ। গত শনিবার (২৬ মার্চ) ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ড সফরে গিয়ে এই যুদ্ধ পরিস্থিতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কসাই’ আখ্যায়িত করেছিলেন বাইডেন। এদিকে, ক্রেমলিনের পক্ষ থেকে বাইডেনের মন্তব্যের কড়া সমালোচনা জানানো হয়।
এক বিবৃতিতে বলা হয়, পুতিন ক্ষমতায় থাকবেন কি না, সে সিদ্ধান্ত বাইডেন নেবেন না। পুতিনকে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন রুশ জনগণ। বাইডেনকে তার মন্তব্য নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।
দেশটির সংবাদমাধ্যমকে মাক্রোঁ বলেন, বর্তমানে সবার মূল লক্ষ্য হলো ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করা এবং সেখান থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। কিন্তু কথা বা কাজের মধ্য দিয়ে উত্তেজনা বাড়ানো হলে তা সম্ভভ হবে না।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।