মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আজ মঙ্গলবার আলোচনায় বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রিমলিন এক বিবৃতিতে জানিয়েছে, রুশ অবকাশ কেন্দ্র সোচিতে মঙ্গলবার এ দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। খবর আনাদোলুর। এতে বলা হয়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও পুতিন ও মাহামুদ আব্বাস ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে রাশিয়ার সহাযোগিতার বিষয়েও আলোচনা হবে।
উল্লেখ্য, ১৯১৭ সালে ব্রিটিশদের কাছে আটোমান সাম্রাজ্যের পতনের পর কুখ্যাত বেলফোর ঘোষণার মধ্যে দিয়ে ফিলিস্তিদের ভূখণ্ড ইহুদিদের আবাসভূমি হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
এরপর থেকে পশ্চিমাদের চক্রান্তে ভুমি হারাতে থাকে ফিলিস্তিন। এ প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। ইসরাইলি বর্বরতা কোনোভাবেই থামানো যাচ্ছে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।