রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যারা আফগানিস্তানের অর্থনীতি ধ্বংস করেছে দেশটিতে তাদের সহায়তা দেওয়া উচিত। পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, পুতিন বলেন,
তার দেশ আফগানিস্তানের মাঠের বাস্তবতা পরখ করে দেখছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের উচিত দেশটিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা, নেতৃত্বে সকল নৃগোষ্ঠীর মানুষদের অন্তর্ভুক্ত করা। আফগানিস্তানে বর্তমান ব্যাপক অর্থনৈতিক দুরাবস্থা বিরাজ করছে।
দেশটির কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। কাবুলের অর্থনৈতিক দুরাবস্থা প্রসঙ্গে পুতিন বলেন, আফগানিস্তানের মানুষদের এখন সহায়তা প্রয়োজন।
আর সর্বপ্রথম সহায়তা তাদের করা উচিত যারা আফগান অর্থনীতি ও সমাজের বিপুল ক্ষতিসাধন করেছে। যারা দেশটিতে বিগত ২০ বছর ধরে ছিল, তারাই দেশটির অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।