রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উস্কানিমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পুতিন বলেন, ওয়াশিংটনের উস্কানিমূলক তৎপরতার জবাব মস্কো সামরিক ও প্রযুক্তিগত ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্রকে ইউরোপে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে পুতিন বলেন, রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে মস্কোয় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো বলেন,

যুক্তরাষ্ট্র ক্রমেই রাশিয়ার সীমান্তর্বতী দেশগুলোতে সেনা মোতায়েন করে যাচ্ছে। তিনি বলেন, শুধুমাত্র পূর্ব ইউরোপের কয়েকটি দেশে আমেরিকার প্রায় আট হাজার সেনা মোতায়েন রয়েছে।

মস্কো পাশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করছে অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো জোট সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করেছে।