সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।

এদিকে রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায় বলে সতর্কতা উচ্চারণ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২ এপ্রিল) রাতে দেওয়া এক ভিডিওবার্তায় এই দাবি করেছেন তিনি। রবিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় শনিবার গভীর রাতে দেওয়া ওই ভিডিওবার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সৈন্যদের লক্ষ্য কি? তারা (পূর্বাঞ্চলীয়) ডনবাস এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল উভয়ই দখল করতে চায়। আমাদের লক্ষ্য কি? আমাদের নিজেদের, আমাদের স্বাধীনতা, আমাদের ভূখণ্ড এবং আমাদের মানুষকে রক্ষা করা।’
রুশ সামরিক বাহিনীর হামলার পরও ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলকে রক্ষা করায় ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেন জেলেনস্কি। রুশ সেনাদের হাতে অবরুদ্ধ এই শহরটি কয়েক সপ্তাহের ভারী রাশিয়ান বোমা হামলায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, মারিউপোল এবং ইউক্রেনের অন্যান্য শহরগুলোতে ইউক্রেনীয় যোদ্ধাদের শক্ত প্রতিরোধের ফলে কিয়েভ ‘অমূল্য সময়’ পেয়েছে এবং একইসঙ্গে যোদ্ধাদের প্রতিরোধ রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করতে সহায়তা করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে রাশিয়া জানিয়েছে যে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরের শহর চেরনিহিভের আশেপাশে যুদ্ধ অভিযান ‘ব্যাপকভাবে কমিয়ে দেবে’ রুশ সামরিক বাহিনী। এর পরিবর্তে সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে মনোযোগ দেবে।