![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/c17a4830-9926-45e0-af4e-46446fc31d0b_wl.jpg)
পোল্যান্ড সীমান্তের কাছে সেনাঘাঁটিতে ১৮০ যোদ্ধা নিহত
পোল্যান্ড সীমান্তের কাছে সেনাঘাঁটিতে ১৮০ যোদ্ধা নিহত
ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থতির ১৯তম দিন আজ। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের বাইরে পোল্যান্ড সীমান্তের কাছে একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া।
হামলায় ৩৫ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার তথ্য দিয়েছে ইউক্রেন। অপরদিকে রাশিয়া বলেছে, ১৮০ জন বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৩ মার্চ) সকালে এ হামলার ঘটনা ঘটে।
এর আগের দিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ক্ষোভ জানিয়ে হামলার হুমকি দিয়েছিল রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান বিমান থেকে সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হতাহত ব্যক্তিদের মধ্যে ন্যাটোর কোনো সদস্যদেশের সেনা আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।