বাঁকুড়ায় জনসভা শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার এই জেলার তিনটি বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর, ওন্দা এবং বাঁকুড়ায় জনসভার কর্মসূচি রয়েছে মমতার। বাঁকুড়ার ১২টি বিধানসভা কেন্দ্রই তৃণমূলের শক্ত ঘাঁটি। এর মধ্যে কোতলপুর, ইন্দাস এবং বড়জোড়ায় আগেই সভা করেছেন মমতা। বাকি কেন্দ্রগুলিকে দখলে রাখার জন্য মমতা বুধবারের জনসভায় কী বলেন তাতে নজর থাকছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

তবে বুধবার মমতার সভার কিছু আগেই মেদিনীপুরের কাঁথিতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভা থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নানা বিষয়ে আক্রমণ করেন তিনি। কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে আক্রমণ করেন মমতাকে। নন্দীগ্রাম প্রসঙ্গে মোদী বলেন, ‘সারা দেশের সামনে নন্দীগ্রামকে অপমান করেছেন দিদি’। এমনকি ‘২ মে দিদি যাচ্ছে’ বলে স্লোগানও দেন। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, বিষ্ণুপুর সভা থেকে প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দেবেন মমতা।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন—