ভারতের মহারাষ্ট্রে প্রবল ঝড়ে বিশাল একটি গাছ উপড়ে পড়ে অন্তত সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রাজ্যটির আকোলা জেলায় ঘটনাটি ঘটে, তখন সেখানে এক মন্দিরের সামনে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারি বৃষ্টি ও প্রবল ঝড় শুরু হলে ভক্তরা একটি টিনের চালার নিচে আশ্রয় নেয়। এ সময় বাতাসের তোড়ে পাশে থাকা পুরনো একটি বিশাল নীম গাছ উপড়ে টিনের চালাটির ওপর আছড়ে পড়ে।

 

পুলিশ জানিয়েছে, ৩৫ থেকে ৪০ জন লোক চালাটির নিচে চাপা পড়ে এবং সাতজন প্রাণ হারান।

এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধারকাজে নেমে পড়ে। এক্সক্যাভেটর এনে গাছের গুড়ি ও ধসে পড়া টিনের চালা সরিয়ে নিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।