-
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখার কুয়ালালামপুর মহানগর কর্তৃক মধ্যপ্রাচ্যের বিমান ভাড়ার উর্ধগতি ও প্রবাসীদের যৌক্তিক দশ দফা দাবি আদায়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় রবিবার (১৩ই ফেব্রুয়ারী) বুকিত বিনতাং এর হোটেল মেজবান গ্রিলে কুয়ালালামপুর মহানগরের সভাপতি (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইব্রাহীম খলিলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনটির নেতারা প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবী তুলে ধরেন এবং অনতিবিলম্বে মধ্যপ্রাচ্যগামী বিমানের ভাড়া কমানোর জোর দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইসমাইল হোসেন, মালয়েশিয়া শাখার সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সহ সভাপতি আমির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক ইমরান হোসেন সহ সমাজ সেবা সম্পাদক আরিফুল ইসলাম।
এছাড়াও কুয়ালালামপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ইমাম মেহেদী হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাওসার গণযোগাযোগ সম্পাদক সাব্বির আহমেদ রনি এস কে আলিম এবং পেরাক বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুদ্দিন সরকার সহ অন্যান নেতৃবৃন্ধ,এ সময় বক্তারা বলেন প্রবাসীদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে সব সময় পাশে থাকবে প্রবাসী অধিকার পরিষদ কুয়ালালামপুর মহানগর।আলোচনা সভা শেষে প্রবাসীদের সমস্যা সঠিকভাবে তুলে ধরার জন্য বিশিষ্ট সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।।
শেখ আহমেদুর করবির, যমুনা টেলিভিশন, মোস্তফা ইমরান রাজু আর টিভি, মোঃ আবদুল কাদের সময় টিভি, কাইসার হামিদ হান্নান এন টিভি, মোঃ আশরাফুল ইসলাম বিজয় টিভি, বাপ্পি কুমার দাস, এ এস টিভি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।