গুপ্তহত্যাচেষ্টা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দেইবাহ। অস্ত্রধারী আততায়ীরা বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে আল-দেইবাহ’র গাড়ি ঘিরে ফেলে গুলি করা শুরু করে। কোনোরকমে সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে আসতে সক্ষম হোন তিনি।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সংস্থা রয়টার্স। দেশটির সরকারের আধিপত্য ধরে রাখতে ও বাড়াতে রাজনৈতিক দল গুলো যখন মরিয়া, এমন সময় এ গুপ্তহত্যাচেষ্টার খবর এলো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গাড়িতে করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরছিলেন প্রধানমন্ত্রী আল-দেইবাহ। এমন সময় হঠাৎ একটি জায়গায় সশস্ত্র আততায়ীরা তাঁর গাড়িতে গুলি করে। তবে, রয়টার্স তাৎক্ষণিক এ ঘটনার কোনো ছবি বা ভিডিও সংগ্রহ করতে পারেনি।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।