প্রায় দেড় হাজার বাংলাদেশীকে ফেরত দিল মালয়েশিয়া।

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।
অবৈধভাবে বসবাসের অভিযোগে চলিত বছরে জানুয়ারি মাস থেকে অগাস্ট মাস পযন্ত মোট ১৯ হাজার ২৩৪ জন অবৈধ অভিবাসী কর্মীদের তাদের নিজ নিজ দেশে ফেরত দিল মালয়েশিয়া। তাদের মধ্যে বাংলাদেশী নাগরিক রয়েছে ১ হাজার ৩৩৪ জন।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি রোববার( ৭ অগাস্ট) টেলিভিশন সাক্ষাৎকারে বাংলাদেশী সহ মিয়ানমার, ভিয়েতনাম থাইল্যান্ডের নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে বলে জানান।

আগামীতে আরোও ১৫ হাজারে বেশী খুব শিগগিরই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানান খায়রুল।

তিনি আরে বলেন এই কর্মসূচি সব সময় চলমান থাকবে, কোন ভাবে অবৈধ অভিবাসী কর্মী মালয়েশিয়া রাখা হবে না।