প্রেসিডেন্ট দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’ চালু হওয়ার কথা ছিল। কিন্তু জটিলতায় তা পিছিয়ে আগামী মার্চে চালু করার পরিকল্পনা করা হয়েছে। ট্রাম্পের এই অ্যাপটি অ্যাপস্টোরে শেয়ার করার পর দেখা যায় এটি আরেক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারের হুবহু নকল।

এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভার্জ। উদ্বোধনের তারিখ পেছানোর কারণ হিসেবে ডেভেলপমেন্টজনিত সমস্যা থাকতে পারে বলে ধারণা করেছে ওই সংবাদমাধ্যমটি। ভার্জ জানায়, ট্রুথ সোশ্যাল ইতোমধ্যে ৫০০ জন বেটা টেস্টারদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে।

আবার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ইনভেস্টিগেশনের কারণেও এর উন্মোচন দেরি হতে পারে। ট্রাম্পও ছিল এই বেটা টেস্টারদের মধ্যে একজন। তিনিই প্রথম ট্রুথটি শেয়ার করেছেন। তার টুইটারে অ্যাকাউন্ট না থাকায় এটি তিনি টুইটারে শেয়ার করতে পারেননি। তবে অবশ্য জুনিয়র ট্রাম্পের অ্যাকাউন্ট দিয়ে তিনি সেটি শেয়ার করেছেন তার টুইটার অ্যাকাউন্টে।

 

কলমকথা/সাথী