টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এমানুয়েল ম্যাক্রন। ডানপন্থী দলের প্রার্থী মেরিন লঁ পেনকে হারিয়ে উদারপন্থী দল ‘লে রিপাবলিক এন মার্চ’-এর প্রার্থী এমানুয়েল ম্যাক্রন জয়লাভ করেন।

এর মাধ্যমে দেশটিতে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রন টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকছেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ফ্রান্সের মূল ভূখণ্ডে গতকাল রোববার (২৪ এপ্রিল) শুরু হয় প্রতিদ্বন্দ্বী এই দুই নেতার ভাগ্যনির্ধারণী চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ।

ভোটে ম্যাক্রনকেই এগিয়ে রেখেছিল জনমত জরিপ। সেটাই শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। ভোটের পর জরিপগুলোর ফলাফলে ম্যাক্রন ৫৭ থেকে ৫৮ শতাংশ ভোট পেয়েছেন।

এই ফল সাধারণত সঠিক হয়। সারা দেশ থেকে আসা ফল পরীক্ষা করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ফলে পেন ৪১ দশমিক ৫ থেকে ৪৩ শতাংশ ভোট পেতে যাচ্ছেন।