![ফিলিস্তিনিদের বিবস্ত্র করে রাস্তায় ঘোরালো ইসরাইলি সেনারা](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/12/gaza.jpg)
গাজায় শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলের সেনাবাহিনী। আটকের পর তাদেরকে প্রায় বিবস্ত্র করে গাজার রাস্তায় ঘোরানো হয়েছে। খবর টেলিগ্রাফ।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে শতাধিক ফিলিস্তিনি বিবস্ত্র অবস্থায় দেখা যাচ্ছে। পেছনে হাত মুড়ে মাথা নিচু করে গোল হয়ে বসে আছে তারা।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তাদের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও অন্যান্য এলাকা থেকে আটক করা হয়েছে। কিছু সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে।
ভিডিওতে তাদেরকে সেনাবাহিনীর একটি ট্রাকের পেছনে দেখা যায়। এরপর তাদের সবাইকে বিবস্ত্র করে রাস্তায় পেছনে দুই হাত মুড়ে বসানো হয়। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, গাজার জাবালিয়া ও সেজাইয়া হলো সন্ত্রাসীদের ঘাঁটি। সেখানে আটককৃতরা আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে ছিল এবং তারা তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।