এবার ফিলিস্তিনিতে শিশুদের স্কুল গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। দখলকৃত পশ্চিমতীরের মাসাফার ইয়াত্তা এলাকায় একটি প্রাইমারি স্কুল, যেটিতে প্রায় ২২টি শিশু লেখাপড়া করত, এই স্কুল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তারা। আন্তর্জাতিক সংবাদমধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

স্থানীয়রা এবং ফিলিস্তিনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী বুধবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে স্কুলটি ভেঙে দিয়েছে। মাসাফের ইয়াত্তা এলাকার স্থানীয় কাউন্সিলের প্রধান নিদাল বলেছেন, ইসরায়েলি দখলদার বাহিনী সেশন চলাকালীন অবস্থায় স্কুলটি ভেঙে দিয়েছে।

সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এই সময় শিক্ষার্থীরা ওই স্কুলের ভেতরে ছিল। তিনি আরও বলেন, ইসরাইলি বাহিনী বাচ্চাদের ভয় দেখিয়ে স্কুল থেকে বের করে নিতে শব্দ বোমা ব্যবহার করেছিল।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানায়, ইসরাইলি হাইকোর্ট অফ জাস্টিস বুধবার স্কুল ধ্বংসের আদেশের উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এরপরেই ইসরাইলি বাহিনী স্কুলটি ধংস করে।