ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পিরেনিজ অঞ্চলের একটি ভবনে বিস্ফোরণে ২ শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত দেড়টার দিকে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অ্যান্ডোরা এবং স্পেন সীমান্ত লাগোয়া পিরেনিজের সেইন্ট-লরেন্ট-দে-লা-সালানক শহরে ঘটেছে। বিস্ফোরণে পাশের অন্যান্য ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ভবন থেকে অন্তত ২৫ জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, একটি দ্বিতল ভবনের নীচ তলার মুদিপণ্য এবং স্যান্ডউইচের দোকানে বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।