বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া। অস্থায়ী ভাস্কর্য ফুল দিয়ে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন , পরে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের জন্য জীবন দেওয়া সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় রাষ্ট্রপ্রতির বাণী পাঠ করেন কাউন্সিলর দূতাবাস প্রধান ফারহানা চৌধুরী, প্রধান মন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর সুমন কুমার দাস, পরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর জীবনী নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার তার বক্তব্য বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কে বাঙ্গালী নারীদের মুক্তির পথ দেখানোর আর্দশ্য নারী হিসাবে আখ্যা দেন, তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, সামাজিক ও বিশ্ব নেতা হওয়ার পিছনে বঙ্গমাতার ভূমিকা অনেক, একজন মা হিসেবে হিসাবে তিনি ছিলেন অনেক দায়িত্ব শীল।

সন্তানদের বিলাশী জীবন কাটানোর সুযোগে থাকা সত্ত্বেও তিনি তার সন্তানদের মধ্যবিত্ত পরিবারের সন্তানের মত করে মানুষ করেন এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ আওয়ামী লীগের মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।