যুক্তরাষ্ট্রে আবারো পর পর ২টি এলাকায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। ২টি এলাকাতেই ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বন্দুকধারী।
প্রথম ঘটনা মেরিল্যান্ড এলাকায় ঘটেছে। স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ২৪ মিনিট নাগাদ হঠাৎই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, আততায়ীরা একটি কালো গাড়ি থেকে নেমে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। জখম হন আরো ৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। খবর সংবাদ প্রতিদিনের।
মেরিল্যান্ড এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় ৩ জনকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্য়ে ১ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি ২ জনসহ মোট ৬ জনের চিকিৎসা চলছে। পুলিশের ধারণা, নির্দিষ্ট ১ জনকে লক্ষ্য করেই গোলাগুলি করা হয়েছে।
পরবর্তী ঘটনাটি ওয়াশিংটনের ট্রাক্সটল এলাকার। বৃদ্ধাশ্রম ও হাই স্কুল চত্বরে গোলাগুলি চলে দুপুর একটা পর্যন্ত। পুলিশ সূত্র জানিয়েছে, কালো একটি গাড়ি থেকে নেমে ২ জন আততায়ী এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কয়েকজন। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ওয়াশিংটনের সহকারী নির্বাহী পুলিশ প্রধান আশহান বেনেডিক্ট বলেন, অন্তত ৭ রাউন্ড গুলি চলেছে। গুলি চালিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান তারা। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ জোগাড় করার চেষ্টা করছে পুলিশ।
কলমকথা/বাকুদা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।