করোনার প্রভাব কাটিয়ে ২০২১ সালে আবার মাঠে গড়িয়েছে ক্রিকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে অ্যাসেজ, দ্বিপাক্ষিক সিরিজ সবই হয়েছে ২০২১ সালে। বিদায়ী বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) আইসিসি প্রকাশ করল বর্ষসেরা ক্রিকেটারদের মনোনয়নের পূর্ণাঙ্গ তালিকা।

স্যার গ্যারি সোবার্স ট্রফি (বর্ষসেরা ক্রিকেটার, পুরুষ)- শাহিন আফ্রিদি, জো রুট, মোহম্মদ রিজওয়ান, কেন উইলিয়ামসন। রিচেল ফ্লিন্ট ট্রফি (বর্ষসেরা ক্রিকেটার, মহিলা)- ট্যামি বেমউন্ট, লিজেলি লি, স্মৃতি মন্ধানা, গ্যাবি লুইস।

এর আগে ওয়ানডে, টেস ও টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইসিসি। আগামী ৫ জানুয়ারি থেকে ক্রিকেট ভক্তরা ভোট দিতে পারবেন নিজের পছন্দের ক্রিকেটারকে।

তাদের ভোট ও জুরির সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তৈরি হবে বর্ষসেরা ক্রিকেটারের তালিকা। নারী বিভাগের বিজেতাদের নাম জানা যাবে ২৩ জানুয়ারি। এর পরদিন ২৪ জানুয়ারি প্রকাশ করা হবে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারদের নাম।