বাপ্পী কুমার দাস,মালয়েশিয়া
এসো এক হয়, অধিকারের কথা কই। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সারা বিশ্বে প্রায় ৩৫ দেশে কমিটি আছে, এই প্রথম মালয়েশিয়া সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সময় রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পযন্ত জি টাওয়ারে ভোট গ্রহন হয়। নির্বচনে পোলিং এজেন্ট, নির্বাচন কমিশন,নির্বাচন পরিদশক নিয়োগ দেওয়া হয়। মোট তিনটি পদে নির্বচনে ভোট হয়, সভাপ্রতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। মোট প্রতিনিধিত্ব করেন ৯ জন।
মোট ভোটার সংখ্যা ছিল ৭৩ এর মধো অনলাইন সহ ৭১ টি ভোটার ভোট দেয়।
এর মধো ৪১ ভোট পেয়ে সভাপ্রতি নির্বাচিত হন শাহাজান মিথুন তার প্রতিদ্বন্দ্বী আমির হোসেন ৩০ ভোট পান। সাধারণ সম্পাদক পদে এইচ এম হাসান ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, ফারিদুল ইসলাম পান ১১ ভোট, সামসুল ৭ ভোট।
মোঃ হোসাইন ১০ ভোট সজীব হোসেন অপু ১০ ভোট ইমরান খাকী ২১ ভোট মোস্তফা জামিল ৩০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূরু বক্ত্য দেন ঢাকা থেকে অনলাইনে আরো অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপ্রতি মোঃ কবির হোসেন, নির্বচনের মাঠে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন সহ কেন্দ্রীয় কমটির সহ বিভিন্ন শাখা কমিটির নেতা কর্মীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।