বাংলাদেশ ‘ মালয়েশিয়া বাণিজ্য বিষয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বানিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য বাণিজ্যক সেমিনারে আয়োজন করেন (বি এম সি সি)। ১ জুন কুয়ালামাপুরে একটি হোটেলে এ আয়োজন করা হয়। বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী ইমরান আহমেদ এম পি।
সেমিনার বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ৫০ বছরের উন্নয়নের কথা তুলে ধরেন বিএমসিসিআই এর সভাপতি সৈয়দ আলমাস কবির। বাংলাদেশ তার উন্নয়নের লক্ষ্যমাত্রা হিসেবে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র পরিনত করার লক্ষ্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের বিনিয়োগ ক্ষাত নিয়ে আলোচনা করেন মালয়েশিয়া বিভিন্ন বিনিয়োগ কারী দের মধ্যে।
এ সময় বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার গোলাম খাস্তগীর উপস্থিত থেকে বাংলাদেশ শুধু সাধারণ কর্মী প্রেরণ করে না, ইতিমধ্যে বিভিন্ন দেশে আইটি সেক্টরে কাজ করেছেন বাংলাদেশীরা।
এ সময় মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, সি আই পি অহিদূর রহমান অহিদ, রাশেদ বাদল, শাহীন সরদার সহ বিভিন্ন বাংলাদেশী উদ্দোক্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।