ইউক্রেনে ১১ দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এর মধ্যে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রাশিয়া বাহিনী। এদিকে, এ সংকট সমাধানে বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সর্বশেষ গতকাল (৫ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেছেন জেলেনস্কি। টুইটারের এক বার্তায় ফোনালাপের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।
তিনি বলেন, ক্রমাগত সংলাপের অংশ হিসেবে আমি বাইডেনের সঙ্গে আবারও কথা বলেছি। সংলাপের এজেন্ডায় নিরাপত্তা, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে কথা হয়েছে। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন-জেলেনস্কির মধ্যে প্রায় ৩০ মিনিট ফোনালাপ হয়েছে।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।