সংবাদ সম্মেলনে ফক্স নিউজের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেজাজ হরিয়ে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার (২৪ জানুয়ারি) হোয়াইট হাউসের পূর্ব কক্ষে একটি সংবাদ সম্মেলন চলছিল। সেখানে অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষের দিকে ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি মুদ্রাস্ফীতি নিয়ে প্রেসিডেন্ট প্রশ্ন নিবেন কিনা জানতে চেয়েই প্রশ্ন ছুড়ে দেন— মুদ্রাস্ফীতির রাজনৈতিক কোনো দায় আছে কী না।
এমন প্রশ্নে মেজাজ হারিয়ে বাইডেন বলেন, দ্যাটস এ গ্রেট অ্যাসেট, মোর ইনফ্লেশন (আরও মুদ্রাস্ফীতি, এটা বড় একটা সম্পদ )। এরপরেই অশালীন কথা বের হয়ে যায় বাইডেনের মুখ থেকে। তিনি বলেন, হোয়াট এ স্টুপিড সান অফ এ বি*। খবরে বলা হয়েছে, বাইডেনের মুখ ফকসেই এমন কথা বের হয়ে গেছে।
মাইক্রো ফোন চালু ছিল সেটা তিনি বুঝতে পারেননি। সাংবাদিকের প্রতি এমন আচরণের হোয়াইট হাউস কোনো বিবৃতি দেয়নি। তবে ঘটনার ১ ঘণ্টার মধ্যে বাইডেন সাংবাদিক পিটার ডুসিকে ফোন দিয়ে এটা ব্যক্তিগতভাবে না নেওয়ার আহ্বান জানান।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।