বিদেশি কর্মী নিয়োগে এজেন্সি সিন্ডিকেট বন্ধের নির্দেশ / মালয়েশিয়া

বিদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়া তৃতীয় পক্ষের হস্ত ক্ষেপ বন্ধের নির্দেশনা দিল মালয়েশিয়ার প্রাধান মন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার দেশটির মন্ত্রীসভার বৈঠকের পরে সংবাদ সম্মেলনে প্রাধান মন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া কর্মী হিসাবে আসতে নেপালের বা অন্যান দেশের খরচ হয় মাত্র ৩ হাজার ৭০০ রিংগিত কিন্তু বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার খরচ হয় ২০ হাজার রিংগিতের বেশী।

এই উচ্চ ফি সব কর্মী কে বহন করতে হয়, ফলে একজন কর্মীকে আধুনিক দাসত্বের সমতুল্য হিসেবে গণ্য হয়।

মালয়েশিয়া সরকারের এমন ঘোষণা আন্তজাতিক ভাবে মালয়েশিয়ার ভাব মুর্তি বৃদ্ধ পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

২০১৮ সালে মহিউদ্দিন ইয়াসিন এর সরকার থাকাকালীন সময় কুলাসেগারন মানব সম্পদ মন্ত্রী তার সিন্টিকেট বক্তব্য সব সময় এজেন্সিদের পক্ষে যেত । বর্তমান সরকারের ক্ষমতা গ্রহনের পর থেকে সকল পদক্ষেপ শ্রমিক বান্ধব বলে বিবেচিত হচ্ছে।

তবে মালয়েশিয়া সরকার উদারতা দেখালেও বাংলাদেশ সরকার এই দূর্নীতি ও সিন্ডিকেট এর বিরুদ্ধে কাজ করবে কিনা সেটা এখন দেখার বিষয় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।