বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খোলার সিদ্ধান্ত মালয়েশিয়া
মালয়েশিয়া দুই বছরেও বেশি সময় ধরে সীমান্ত বন্ধ ছিল বিদেশি পর্যটকদের জন্য। দীর্ঘদিন দিন বন্ধ থাকার পরে আবারও খুলে দেওয়া হচ্ছে আগামী ১ এপ্রিল থেকে সকল আন্তর্জাতিক সিমান্ত।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ মার্চ থেকে থেকে বাইরের বিভিন্ন দেশের যে সব পর্যটক মালয়েশিয়া প্রবেশ করবেন তাদের ২য় ডোজ নেওয়া থাকলে বাধ্যাতামূলক কোয়ারান্টাইন থাকতে হবে না। মালয়েশিয়া প্রবেশ ও বাহির হওয়ার জন্য মাই ট্রাভেল পাস করার প্রযোজন হবে না।
স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রাধান মন্ত্রী সাবরি ইয়াকুব এ ঘোষণা দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।