বিশ্ববাজারে খাদ্যশস্য রফতানি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। সোমবার (১৪ মার্চ) রাশিয়ার প্রধানমন্ত্রী এই নিষেধাজ্ঞার কথা জানান। এদিকে গোটা ইউরোপসহ বিশ্বের অনেক দেশই রাশিয়ার খাদ্যশস্য়ের ওপর নির্ভরশীল।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রাশিয়ার ওপর দেয়া একের পর এক নিষেধাজ্ঞার ফলে এবার পাল্টা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত গম, যব, ভুট্টা ও রাইসহ যাবতীয় খাদ্যশস্য রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুতিনের দেশ রাশিয়া।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইন্টারফ্যাক্সকে এ সম্পর্কে বলেন, কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি সরকারি ডিক্রির খসড়া প্রস্তুত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ১৫ মার্চ থেকে ৩০ জুন পযন্ত আন্তর্জাতিক বাজারে কোনো খাদ্যশস্য রফতানি করা হবে না। খুব শিগগিরিই এই ডিক্রি কার্যকর করা হবে।
এদিকে, বিশ্বের শীর্ষ গম রফতানিকারী দেশটির এমন সিদ্ধান্ত সংবাদমাধ্যমে প্রচারিত হওয়া মাত্রই ইউরোপে বাড়তে শুরু করেছে গমসহ বিভিন্ন খাদ্যশস্য়ের দাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।