বিশ্বের ৯৪টি দেশে ৪২ লাখ মানুষ রাষ্ট্রহীন। তবে বেশিরভাগ দেশ রাষ্ট্রহীনতার কোনো তথ্য সংগ্রহ করে না। প্রকৃত সংখ্যাটি আরও বেশি বলে ধারণা করা হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইসসিআর এক প্রতিবেদনে এ তথ্য জানায়। রাষ্ট্রহীনতার অবসানে ‘আই বিলং’ ক্যাম্পেইন চালিয়ে আসছে ইউএনএইচসিআর।
এ ক্যাম্পেনের সাত বছর পূর্ণ হয়েছে ৪ নভেম্বর। এ উপলক্ষে বিশ্বের লাখ লাখ রাষ্ট্রহীন মানুষের দুর্দশা সমাধানের জন্য আরও পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ‘আই বিলং’ ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে কিরগিজস্তান রাষ্ট্রহীনতার সমস্ত মামলা নিষ্পত্তি করেছে। ১১টি দেশ রাষ্ট্রহীনতার পরিস্থিতি সমাধানে অগ্রগতি করেছে।
১৭টি দেশ তাদের ভূখণ্ডে রাষ্ট্রহীন ব্যক্তিদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। ১২টি দেশ রাষ্ট্রহীন অভিবাসীদের স্বাভাবিকীকরণের প্রক্রিয়া তৈরি করেছে। ১৪টি দেশ তাদের ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুদের জাতীয়তা দেওয়ার জন্য তাদের জাতীয়তা আইন সংশোধন করেছে, যেটা না করলে এসব শিশুরা রাষ্ট্রহীন হতো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।