বিশ্ব ভালোবাসা দিবসে পাকিস্তানের এক মেডিক্যাল কলেজের ছেলে ও মেয়েদের মধ্যে দুই মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় কলেজে মেয়েদের হিজাব ও ছেলেদের মাথায় টুপি পড়ে আসতে বলা হয়েছে।

গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ইসলামাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ এই নির্দেশনা জারি করে। তাতে শিক্ষার্থীদের ভালোবাসা দিবস উদযাপনে অংশ নিতে নিষেধ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ড্রেস কোড অনুযায়ী মেয়ে শিক্ষার্থীদের হিজাব দিয়ে সঠিকভাবে মাথা, ঘাড় ও বুক ঢেকে দেখা উচিত। এছাড়া ছেলে শিক্ষার্থীদের সাদা প্রার্থনার টুপি পড়তে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশিকা লঙ্ঘনকারী শিক্ষার্থীদের ধরতে কলেজের কর্মীরা ক্যাম্পাসে টহল দেবে। যারা এই নিয়ম ভঙ্গ করবে তাদের পাকিস্তানি মুদ্রায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।