করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাক্সজেভরিয়া টিকাকে ‘কার্যকর’ হিসেবে দাবি করে অ্যাস্ট্রেজেনেকা কর্তৃপক্ষ বলছে, বুস্টার ডোজ হিসেবে এই টিকাটি ওমিক্রনসহ করোনাভাইরাসের অন্যান্য ধরনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছে।

বেশকিছুদিন ধরেই বুস্টার ডোজ হিসেবে ভ্যাক্সজেভরিয়ার টিকা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে সেই নিরীক্ষা পর অ্যাস্ট্রেজেনেকা কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই দাবি করেছে।

অ্যাস্ট্রেজেনেকা কর্তৃপক্ষের দাবি, ভ্যাক্সজেভরিয়া করোনাভাইরাসের আরেক মারাত্মক ধরন ডেল্টার বিরুদ্ধেও দারুণ কার্যকর। ডেল্টা ধরনে আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষার পর দেখা গেছে, যারা ভ্যাক্সজেভরিয়া বা অন্য যেকোনো এমআরএন টিকা নিয়েছেন, তাদের শরীরে খুব দ্রুত অ্যান্টিবডি তৈরি করেছে।

বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচিতে বুস্টার ডোজ হিসেবে কোন টিকাটি সবচেয়ে বেশি কার্যকর হবে এ নিয়ে যখন প্রশ্ন জোরালো হয়েছে, তখন অ্যাস্ট্রেজেনেকা তাদের টিকা নিয়ে এই দাবির কথা জানিয়েছে। তারা বলছে, বুস্টার ডোজের জরুরি প্রয়োজনে এই তথ্য টিকা কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করবে।