মালয়েশিয়ায় কর্মরত সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবৈধ পন্থায় রেমিট্যান্স না পাঠিয়ে বৈধ উপায়ে রেমিট্যান্স নিজ দেশে পাঠানোর জন্য আহবান করা হয়েছে। এতে করে সরকার ও প্রবাসী উভয়ে উপকৃত হবেন। বর্তমানে রেমিট্যান্স প্রনোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে আাড়াই শতাংশ করা হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার পক্ষ থেকে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন দলের সিনিয়র নেতৃবৃন্দরা।
সোমবার(১০ জানুয়ারি) রাত ৯ টায় কুয়ালালামপুরের বুকিটবিনতাং এ অভিজাত মামার বাড়ি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়েছে।
ধর্ম বিষয়ক সম্পাদক আল-মামুনের পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে বঙ্গবন্ধু ও সকল শহীদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে ও মাসুদুল আলম রনির সঞ্চালনায় এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান বাবু, যুবলীগ নেতা মার্শাল পাভেল, আশরাফুজ্জামান রনি, রাসেল খান, কুয়ালালামপুর মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ, সেলাঙ্গর প্রদেশের সাধারণ সম্পাদক কাজী ইসমাঈল হোসেন রানা, কুয়ালালামপুর মহানগর যুবলীগ এর সহ-সভাপতি আল-আমিন, ডাঃ আবুল কালাম, আনিসুর রহমান স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক আকুব্বর মাহমুদ, যুবলীগ নেতা রেজাউল করিম, মোঃ রিপন হোসেন সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন – যুবলীগ নেতা জামির হোসেন, জামাল বয়াতী, জাহাঙ্গীর আলম, প্রদীপ দাস, নাদিম মোহাম্মদ খান সহ দলের নেতাকর্মী বৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।