ব্রাজিলের পেট্রোপলিস শহরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ফলে অন্তত ১০০ জন মানুষের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার (১৬ ফেব্রুয়ারি) বর্ষণে সৃষ্ট বন্যার পানির প্রবল বেগে রিও ডি জেনিরোর উত্তরের পাহাড়স্থ এই শহরটির আশপাশ এলাকার বাড়িঘর ধসে গেছে এবং রাস্তায় থাকা অনেক গাড়ি পানিতে ভেসে গেছে বলে জানিয়েছেন দেশটির মেয়র।
এদিকে, এ ঘটনার পর সেখানে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ওয়েন্ডেল পিও লরেনকো নামে ২৪ বছর বয়সী এক বাসিন্দা স্থানীয় চার্চে আশ্রয় নিতে যাওয়ার সময় বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘আমি একটা মেয়েকে পেয়েছি যাকে জীবিত কবর দেওয়া হয়েছিল’।
সবাই বলছে, এটা অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য তিনি তাৎক্ষণিক সাহায্যের ব্যবস্থা করবেন। পর্যটকদের জন্য পেট্রোপলিস জনপ্রিয় একটি গন্তব্য। একসময় ব্রাজিলের সম্রাট গ্রীষ্মকাল এলে পাহাড়ি এই শহরটিতে এসে থাকতেন। তবে এই এলাকাটি ভূমিধসপ্রবণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।