ভারতের উত্তরপ্রদেশে পুলিশের সাব-ইন্সপেক্টরের পরীক্ষায় অভিনব উপায়ে নকল করতে গিয়ে ধরা পড়লেন এক পরীক্ষার্থী। পুলিশ সূত্রে খবর, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হচ্ছিল। সে সময়ই এক পরীক্ষার্থীকে দেখে পরীক্ষকদের সন্দেহ হয়।
ভালো করে তার দেহ তল্লাশিও চালানো হয়। কিন্তু কোথাও কোনো সন্দেহজনক কিছু খুঁজে পাননি পরীক্ষকরা। কিন্তু সন্দেহ একটা থেকেই গিয়েছিল। যুবকের কান ভালো করে পরীক্ষা করতেই চমকে ওঠেন পরীক্ষকরা। কানের ভিতরে ক্ষুদ্র ইয়ারফোন ঢোকানো ছিল যাতে কারও নজরে না আসে।
এরপরই মেটাল ডিটেক্টর নিয়ে এসে যুবককে ভালোভাবে তল্লাশি করা হয়। মাথার ওপরে মেটাল ডিটেক্টর ধরতেই সেটি সংকেত দিচ্ছিল। চমকের এখানেই শেষ নয়। মাথায় ধাতব জিনিস কীভাবে লুকোতে পারে তা ভেবে অস্থির হয়ে পড়েছিলেন পরীক্ষকরা।
শেষে ভালো করে পরীক্ষা করতেই দেখা যায় ওই যুবক পরচুলা পরে রয়েছেন। আর সেই পরচুলা টেনে তুলতেই তার ভিতর থেকে ফোন বেরিয়ে আসে। পরীক্ষায় নকলের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।