কের পর এক নিষেধাজ্ঞার বাণে জর্জরিত রাশিয়া। তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আসায় ইউরোপে দেশটির বাজার হয়েছে সংকুচিত। এ অবস্থায় রাশিয়ার তেল ও গ্যাস খাতে ভারতের বিনিয়োগ চায় দেশটি।

সম্প্রতি ভারতে রাশিয়ার দূতাবাস থেকে ভারত সরকারের কাছে একটি বিবৃতি পাঠানো হয়েছে। এতে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, ভারতে রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম রফতানি ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ অঙ্ক আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

ভারতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদিপ সিং পুরীকে উদ্দেশ করে নোভাক আরও বলেন, ‘আমরা রাশিয়ার তেল ও গ্যাস খাতে ভারতের বিনিয়োগ আরও আকৃষ্ট করতে এবং ভারতে রাশিয়ার কোম্পানিগুলোর বিক্রয় নেটওয়ার্ককে আরও সম্প্রসারণ করতে আগ্রহী।’

চলতি সপ্তাহে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ব্রিটেন বলেছে, এটি বছরের শেষ নাগাদ পুরো বন্ধ হয়ে যাবে। এসব সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানিবাজার আরও অস্থির করে তোলার আশঙ্কা করা হচ্ছে। কেননা, রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ।

তবে ইউরোপের বেশির ভাগ দেশ ও যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে না জড়ানোর জন্য আহ্বান করেছে। সম্প্রতি জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল দেশটির অন্যতম বৃহৎ অস্ত্রক্রেতা দেশ ভারত। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে থাকা পশ্চিমা দেশগুলোর কেউ কেউ ইউক্রেনে হামলার নিন্দা জানাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

 

 

কলমকথা/ বিথী