![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/kk22-6.jpg)
ভারতের রাজধানী দিল্লিতে করোনা শনাক্ত একদিনেই ৫০ শতাংশ বেড়েছে। শনাক্তের এই প্রবণতাকে সংক্রমণের শুরুর দিকের চেয়ে আশঙ্কাজনক মনে করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ওমিক্রনের প্রভাবেই দিল্লিতে গত কয়েক দিনে শনাক্ত বেড়েছে। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ও জিম।
এছাড়া অর্ধেক লোক দিয়ে সরকারি-বেসরকারি অফিস পরিচালনা, অর্ধেক যাত্রী বহনের শর্তে পাবলিক ট্রান্সপোর্ট চালু রাখা এবং রাতে কারফিউ জারির সিদ্ধান্ত হয়েছে।
নিষেধাজ্ঞা আরও দরকার কি না, তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। বাড়ির বাইরে বের হলেই মাস্ক পরতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।