ভারতের রাজধানী দিল্লি থেকে ফের বাসে চড়ে ঘুরতে যাওয়া  যাবে লন্ডনে। ৪৬ বছর পর ভারতে এই বাস পরিষেবা চালু হচ্ছে বলে জানা গেছে। দেশটির হরিয়ানা রাজ্যের একটি সংস্থা এ বছরেরই সেপ্টেম্বরে দিল্লি থেকে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। সংস্থাটি জানিয়েছে, দিল্লি থেকে কলকাতা হয়ে মিয়ানমার পৌঁছবে বাস।

তারপর থাইল্যান্ড, লাওস, চীন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স হয়ে লন্ডন পৌঁছবে এ বাস। প্রতি যাত্রীর জন্য আলাদা আলাদা কেবিন ও অত্যাধুনিক সুবিধাসহ এই বাসে ২০টি আসন থাকবে। ৭০ দিনে ২০ হাজার কিলোমিটার সফর করে লন্ডনে পৌঁছবে এই বাস।

মাথা পিছু খরচ পড়বে ১৫ লাখ টাকা। এর আগে ১৯৫৭ সালে ব্রিটেনের একটি সংস্থা কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন পর্যন্ত বাস পরিষেবা চালু করেছিল।

 

কলমকথা/সাথী