ভারতের কর্ণাটকে হিজাব আন্দোলনে আলোচিত মুসলিম তরুণী মুসকানকে বলিউড তারকা সালমান খান ও আমির খান তিন কোটি রুপি দিয়েছেন বলে শোনা যাচ্ছে।
কিন্তু এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। সালমান ও আমিরের পক্ষ থেকেও এ ধরনের কোনো বিবৃতি দেওয়া হয়নি। গুজব ছড়ালেও হিজাব বিতর্কে এখন পর্যন্ত মুখ খোলেননি তারা কেউই।
অন্যদিকে, তুরস্ক সরকার মুসকানকে পুরস্কৃত করেছেন বলে যে খবর ছড়িয়েছে তারও কোনো সত্যতা মেলেনি। তবে টুইটারের মাধ্যমে এই ভুয়া খবর ভাইরাল করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
প্রসঙ্গত, কর্ণাটকের হিজাব বিতর্কে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে আলোচনায় আসেন মুসকান। কলেজ চত্বরে হিজাব পরে হেঁটে যাওয়ার সময় একদল তরুণ জয় শ্রীরাম বলে তার দিকে এগিয়ে এলে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে কলেজে প্রবেশ করে মুসকান। মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।