যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে পর্যন্ত প্রায় ছয় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড় শুরু হয়েছে। ঝড়ের প্রভাবে ইতোমধ্যে পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব এলাকায় শক্তিশালী ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে।

দেশটির পূর্ব উপকূলজুড়ে আঘাত হানা এই তুষারঝড় গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে তুষারঝড় কবলিত এলাকাগুলোতে হাজারও ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি ‘নরইস্টার’ নামে পরিচিত।

এর প্রভাবে বোস্টন এলাকায় ২ ফুট (৬১ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে। নিউ ইংল্যান্ডেও একই মাত্রায় তুষারপাত হতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০০৩ সালে ৭০ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল।

 

কলমকথা/সাথী