ভয়াবহ রাজনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। পাল্টা পাল্টি সমাবেশের মাধ্যমে আজ শক্তি প্রদর্শনের লড়াই করবে ক্ষমতাসীন দল ও বিরোধী জোট। একদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ। অন্যদিকে বিরোধীদের রাজনৈতিক জোট পিডিএম।
রাজধানী ইসলামাবাদে বিরাজ করছে টান টান উত্তেজনা। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শ্রীনগর হাইওয়েতে মোতায়েন করা হয়েছে ১৫ হাজার রেঞ্জারস। পরিস্থিতির অবনতি হলে ডাকা হতে পারে সেনাবাহিনীও। এরই মধ্যে পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে সমবেত হতে শুরু করেছেন।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বিরোধী দলগুলোকে সতর্ক করেছেন। বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে। রাজধানী ইসলামাবাদে অবস্থান ধর্মঘট করতে অনুমতি দেয়া হবে না তাদের।
কারণ, তাদেরকে শনিবার পাবলিক মিটিং করার অনুমোদন দেয়া হয়েছিল। ওদিকে দলীয় শক্তি প্রদর্শনের জন্য রোববার (২৭ মার্চ) মহাসমাবেশ ডাকেছে তেহরিকে ইনসাফ। নিজ দলের সব নেতাকর্মী ও সমর্থকদের এই সমাবেশে উপস্থিত হতে স্বয়ং ইমরান খান আহ্বান জানিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।