পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল সোমবার (১৭ জানুয়ারি) একটি টেলিফোন কলে মহানবী (সা.)-এর অবমাননার বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জোরালো বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

গত ২৩ ডিসেম্বর মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন মহানবী মুহাম্মদ (সা.)-এর অবমাননা মতপ্রকাশের স্বাধীনতা নয় বলে মন্তব্য করেন। এছাড়া মহানবীর অবমাননা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং যারা ইসলাম ধর্ম পালন করে তাদের পবিত্র অনুভূতিতে আঘাত করার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার এক টুইট বার্তায় পাকিস্তানি প্রধানমন্ত্রী লেখেন, তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন। প্রাথমিকভাবে তার জোরালো বক্তব্যের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, কেননা বাকস্বাধীনতা আমাদের মহানবী (সা.)-কে অপব্যবহার করার অজুহাত হতে পারে না।

পুতিনের ওই বক্তব্যের পর এক টুইটার বার্তায় তাকে সমর্থন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান লিখেছিলেন, ‘মহানবী (সা.)-এর অবমাননা কোনো অবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা নয়’ পুতিনের এমন বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমাদের উচিত পুতিনের বার্তাটি অমুসলিম নেতাদের সামনে তুলে ধরা, যাতে ইসলামফোবিয়া ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিহত করা যায়।