রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন, মানবতার নামে আপনার সেনাদের রাশিয়ায় ফিরিয়ে নিন।’

ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর গুতেরেস এ আহ্বান জানান।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন, মানবতার নামে আপনার সেনাদের রাশিয়ায় ফিরিয়ে নিন।’

তিনি আরও বলেন, ‘মানবতার নামে ইউরোপে শতাব্দীর শুরু থেকে এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক যুদ্ধের সূচনা হতে দেবেন না।’

সংঘাত ‘এখনই বন্ধ হতে হবে’ বলেও মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পুতিন ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের অস্ত্র ছেড়ে ঘরে ফিরে যেতে বলেছেন। যেকোনো রক্তপাতের জন্য ইউক্রেন সরকারই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

পুতিন বলেন, তার বিশ্বাস রুশ সেনারা তাদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করবেন।

সিএনএনের খবরে বলা হয়, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা গেরাসচেঙ্কোর বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে রুশ সামরিক অভিযান শুরু হয়। এ ছাড়া বিমানঘাঁটি ও সামরিক সদর দপ্তরেও গোলা নিক্ষেপ করা হয়েছে।