ইউক্রেনের মারিউপোল শহরের একটি মা ও শিশু হাসপাতালে বোমা হামলার অভিযোগ ওঠেছে রাশিয়ার বিরুদ্ধে। সেই হামলায় এক শিশুসহ কমপক্ষে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনার সময় হাসপাতালটিতে অবস্থান করছিলেন বেশ কিছু অন্তঃসত্ত্বা মা। বোমা হামলার পর তাদের কয়েকজনকে উদ্ধার করার চিত্র প্রকাশ পায়।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক মা গর্ভের সন্তানসহ নিহত হয়েছেন। যদিও হামলার পরই ওই নারীকে দ্রুত অন্য একটি হাসপাতালে নেয়া হয়। এ সময় তিনি মনে করেছিলেন তার গর্ভস্থ শিশু নষ্ট হয়ে গেছে। এ জন্য তিনি চিৎকার করে বলছিলেন- ডাক্তার, আমাকে মেরে ফেলুন এখন। সার্জন তিমুর মারিন পরীক্ষা করে দেখতে পান ওই মায়ের কোমড়ের হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে।

নিম্নদেশে অস্থিবন্ধনী বা পেলভিস স্থানচ্যুত হয়েছে। দ্রুত ব্যবস্থা নেন ড. তিমুর। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতককে ভূমিষ্ঠ করান। কিন্তু দেখতে পান তার মধ্যে জীবনের কোনো লক্ষণই নেই।

অর্থাৎ ওই নারীর পেটেই মারা গেছে বাচ্চাটি। এরপর তিনি ওই নারীর দিকে দৃষ্টি দেন। তার চেতনা ফেরানোর জন্য আধাঘণ্টা চেষ্টা করেন। কিন্তু কোনো ফল হয়নি। পৃথিবী ছেড়ে চলে যান ওই মা-ও।

 

কলমকথা / সাথী