মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে কালিয়া ১ এ হত্যাতার উদ্দেশ্যে গুলি করায় দেহরক্ষী আহত হয়েছেন।
সেলাঙ্গার পুলিশ প্রধান দাতুক হুসেইন ওমর খান এক বিবৃতিতে জানিয়েছন ১৩ এপ্রিল দিবাগত রাত ১.৩০ মিনিটে আগমনী হলের ভিতরে গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় দুইটি গুলি ছোড়ে একটি গুলি লাগে দেহরক্ষীর।
ঘটনা ঘটিয়ে হামলাকারী দ্রুত পালিয়ে যায়।
এর পর পুলিশ ঘটনার তদন্ত করলে দেখতে পান, সন্দেহভাজন ব্যাক্তি তার স্ত্রীকে হত্যা করার উদ্দেশ গুলি করেন। স্ত্রী ওমরা করে দেশে ফিরছিলেন।
তবে ঘটনাটি কোন সন্ত্রাসী গোষ্ঠীর নয় বলে জানান আন্তর্জাতিক বিমানবন্দর কতৃপক্ষ।
ঘটনার পরেও বিমানবন্দরে সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।