স্থানীয় সময় বুধবার (৩০) জুন সকালে মালয়েশিয়া প্রাধান মন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন কে কুয়ালালামপুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯) জুন সকাল থেকে প্রাধান মন্ত্রী অসুস্থতা অনুভব করেন। প্রাথমিকভাবে নিজ বাসভবনে চিকিৎসা নেন। তবে আজ সকালে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়।
এমনই তথ্য দেওয়া হয় প্রাধানমন্ত্রীর কার্যকয় এক বিবৃতিতে।
তবে শেষ তথ্য অনুযায়ী প্রাধান মন্ত্রী আগের তুলনায় ভালো আছেন ও দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন!
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।