মালয়েশিয়ার গাড়ির মধ্যে থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করে স্থানীয় প্রশাসন। দেশটির জাতীয় দৈনিক দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে উল্লেখ করা হয়- স্থানীয় সময় মঙ্গলবার আলোর সেতারে একটি শপিংমলপর গাড়ি পারকিং অবস্থায়, গাড়ির মধ্যে সাংবাদিকের মৃত্যু হয়।

 

কোটা সেতার জেলা পুলিশের প্রাধান এসিপি আহমেদ শুকরি মাত আখরি জানান,মৃত এনজি বুন ইংকে (৪৪) তার গাড়ির চালু থাকা অবস্থায় তার মৃত্যু দেহ পাওয়া গেছে। অবিবাহিত সাংবাদিক ২০ বছর ধরে সাংবাদিকতায় পেশায় ছিলেন।