এবার জহুর বারু প্রদেশে বিশেষ ব্যবস্থাপনায় পাসর্পোট বিতারন করবে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর।
মালয়েশিয়ায় ১৩ টি প্রদেশে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১৫ লাখ বাংলাদেশীর বসবাস, এই বৃহত্তম জনগোষ্ঠীর পাসর্পোট সেবা দেওয়া হয় মাত্র এক স্থান থেকে( কুয়ালালামপুর)। কুয়ালালামপুরে বসবাসরত প্রবাসীরা পাসর্পোট সেবা সহজে পেলেও ভোগান্তিতে পড়তে হয় অন্যান্য ১২ টি প্রদেশের প্রবাসীদের। ভোগান্তি ও পাসর্পোট সেবার মান সহজ করতে দূতাবাসের ফাষ্ট সেক্টারি পাসর্পোট ও ভিসা উইং মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন অল্প সংখ্যক কর্মী নিয়ে পোষ্ট লাজুর পাশাপাশি ছুটির দিন গুলোতে কুয়ালালামপুর সহ বিভিন্ন প্রদেশে সরাসরি পাসর্পোট বিতারন করছে। ফলে প্রবাসীদের ভোগান্তি ও কষ্ট দিনে দিনে কমে যাচ্ছে।
এর ধারাবাহিতা বজায় রাখতে আগামী ৩০ ও ৩১ মার্চ ছুটির দিনে জোহুর বারু প্রদেশে পাসর্পোট বিতারন করবে বাংলাদেশ হাইকমিশন।
এই বিষয় একটি পাসর্পোট বিতারন ও কনস্যুলার সেবা প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস।
তবে এ সেবা পেতে হলে অনলাইনে এপয়েন্টমেন্ট নিতে হবে আগামী ২৫ মার্চ এর মধো।
পাসর্পোট বিতারনের স্থান রেমিডেন্স হাউজ জহুর বারু। সময় সকাল ৯.৩০ মিনিটি থেকে বিকাল ৩.৩০ মিনিট
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।