কোটা টিঙ্গি দশ জন ইন্দোনেশিয়া নাগরিক ও পাঁচ জন চীনা নাগরিকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের সকলের মালয়েশিয়া বৈধ ভ্রমণের অনুমতি নাই। পনের জনের মধ্যে পাঁচ জন মহিলা ও দশ জন পুরুষ।
স্থানীয় সময় (১৯ সেপ্টেম্বর) রাত ১১.০০ টায় বায়ো-দেসরু এলেকায়,
মালয়েশিয়ার নৌ বাহিনী পোস্টের সদস্যরা সমুদ্র সৈকতে টহল দেওয়ার সময় সন্দেহ ভাজন নৌকা ঘুরতে দেখে, অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
আজ সকলে মালয়েশিয়ান ইনফ্যান্ট্রি থার্ড ডিভিশন ( ৩ ডিভ) সদর দপ্তর এক বিবৃতিতে এ সব তথ্য জানানো হয়।
গ্রেফতারের সময় ৭৫৮২ আর এম রিংগিত ১০ টি মোবাইল উদ্ধার করা হয়।
আটক কৃতদের কোভিট চেষ্টা পরে তানজং সেপাং কৌশলগত সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় বলে জানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।