মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যৌথ অভিযান ৪৮ জন অবৈধভাবে অভিবাসী গ্রেফতার করা হয়েছে দেশটির অভিবাসী কতৃপক্ষ।

মালয়েশিয়া সাবাহা সারোয়ারক প্রদেশ স্থানীয় সময় রবিবার (১৩ মার্চ) রাত ১২ থেকে ২.৩০ মিনিট পযন্ত অভিযান পরিচালনা করে ৪৮ জন অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়, গ্রেফতার কৃত সকলের বৈধ কাগজপত্র না থাকায় প্রাথমিকভাবে স্থানীয় ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়।
মালয়েশিয়া ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর অধিনে গ্রেফতার কৃতদের বিচার কর হবে।

এ সময় অভিযান পরিচালনা করেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পরিচালক ধাতুক সেরি খায়রুল জাইমি বিন দাউদ সহ স্থানীয় ইমিগ্রেশন বিভাগের অফিসার বৃন্দ।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে বিবৃতিতে এসব তথ্য জানানো হয় তবে,৪৮ জনের মধ্যে বাংলাদেশী নাগরিক কত জানা যায়নি